WYSIWYG Web Builder

নাম্বার ওয়ান প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ও ফ্রেমওয়ার্ক

পাইথন জ্যাঙ্গো

কোর্সের মেয়াদ
৫ মাস
লেকচার
৪০ টি
প্রজেক্ট
৩+
ফ্রিল্যান্সিং-এর জন্য কোন কোর্স করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না? জয়েন করুন আমাদের ফ্রি সেমিনারে। বিষয়ভিত্তিক এই সেমিনারগুলোতে প্রতিটি কোর্সের সম্ভাবনা সম্পর্কে জানতে পারবেন। তাছাড়া সেমিনারে উপস্থিত এক্সপার্ট কাউন্সেলরের সঙ্গে কথা বলে আপনি যথাযথ কোর্স বেছে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন সহজেই।

কোর্স ওভারভিউ

জ্যাঙ্গো খুবই শক্তিশালি, রোবাস্ট, প্রোডাক্টিভ একটি ফ্রী এবং ওপেনসোর্স ওয়েব ফ্রেমওয়ার্ক। জ্যাঙ্গো দিয়ে খুব সহজে, দ্রুত বড় ধরনের ওয়েবসাইট/ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, এটি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করা হয়েছে, তাই জ্যাঙ্গো শেখার আগে অবশ্যই আপনাকে পাইথন শিখতে হবে।
যারা নিউজ সাইট তৈরি করেন তাদের তৈরি করা প্রতিটি নিউজ সাইটেরই প্রায় ৯০ ভাগ কোড একই রকম। কমন কোডগুলো যা সবগুলো সাইটেই দরকার হয় সেগুলো একসাথে করে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যায় জ্যাঙ্গো এ। জ্যাঙ্গো ব্যবহার করেই কমন বিষয়গুলো কোড করা থেকে মুক্তি পাওয়া যায়। সহজে ব্যবহার উপযোগী প্রচুর লাইব্রেরি থাকায় সব সমস্যারই সমাধান পাওয়া যায় দ্রুত।

দেশ বা বিদেশ Python Development সংক্রান্ত অসংখ্য কাজের ব্যাপক চাহিদা রয়েছে।

আমাদের কোর্সে পাইথনের ব্যাসিক লজিক থেকে শুরু করে প্রোটোটাইপ তৈরি শেখানো হয়। জ্যাঙ্গোর লাইব্রেরি ব্যবহার শেখানো হয়, একই সাথে এডমিন প্যানেলের কাজ সম্পর্কেও বিস্তারিত  শেখানো হয়। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট, ইউনিট টেস্টিং এবং ফর্ম প্রসেসিং এর বিস্তারিত শিখতে চান তাহলে পার্সপেক্টিভ ইনস্টিটিউট অফ টেকনোলজি -এর পাইথন জ্যাঙ্গো কোর্সে আপনার জন্য।

কোর্স কারিকুলাম

Concept Of Static & Dynamic Website
Object-Oriented Programming (OOP)
Admin Panel Integration
Raw PYTHON Coding
Dynamic Website Development
Django Framework

এখনই ভর্তি হন

অফলাইন (সরাসরি ইনস্টিটিউট) বা অনলাইন (লাইভ ক্লাস)- যে কোন ব্যাচে সুবিধামতো সময় বেছে নিয়ে ভর্তি হতে পারেন এখনই।

মেধাভিত্তিক স্কলারশিপ ২০% থেকে ১০০% পর্যন্ত

স্কলারশিপের জন্য এপ্লাই করুন।

কোর্স ফি (অফলাইন)
৪০,০০০ টাকা
কোর্স ফি (অনলাইন)
২০,০০০ টাকা

যেসব সফটওয়্যার শেখানো হয়

Web Browser
Pycharm
VS Code
Atom

যাদের জন্য এই কোর্স

ফ্রিল্যান্সিং এ আগ্রহী
চাকুরী প্রত্যাশী
ছাত্র-ছাত্রী
গৃহিণী
নিউজ সাইটে এ কাজ করতে আগ্রহী
প্রবাসী

যে সকল পদে চাকুরী করতে পারবেন

কোম্পানির লোগো, বিজনেস কার্ড, লেটারহেড প্যাড, ব্যানার বা পোস্টার  সহ কোম্পানি ব্র্যান্ডিংয়ের যাবতীয় ডিজাইন একজন ডিজাইনার-ই করে থাকে। এজন্যই দেশ-বিদেশের বিভিন্ন কোম্পানিতে গ্রাফিক ডিজাইনের কাজ বেড়েই চলেছে। তাই আপনি যদি এডভান্স গ্রাফিক ডিজাইন কোর্স করেন, তাহলে দেশ বা দেশের বাইরে রিমোট জব হিসেবে যেকোনো কোম্পানিতে কাজ করতে পারেন। এক্ষেত্রে পার্সপেক্টিভ আইটি এর জব প্লেসমেন্ট ডিপার্টমেন্ট শিক্ষার্থীদেরকে সাহায্য করে।
একজন ফ্রিল্যান্সার স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি ভাল আয় করতে পারেন। ডিজাইন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের মধ্যে প্রায় 75% লোক ফ্রিল্যান্সিং করে থাকে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফ্রিল্যান্সার, ফাইভার, আপওয়ার্ক, লেজিট সহ বিভিন্ন মার্কেটপ্লেসে প্রতিদিন গ্রাফিক ডিজাইন- এর অসংখ্য কাজ আসে। তাই একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনিও হতে পারেন সফল ফ্রিল্যান্সার।
টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেফেব্রিক প্রিন্টিং ডিজাইন বা মটিপ ডিজাইন  এবং সিরামিক ইন্ডাস্ট্রিজ সিরামিকসের প্রিন্টিং ডিজাইনার হিসেবে আপনি কাজ করতে পারবেন।এছাড়াও সেল্ফ এন্টারপ্রেনারশিপ অর্থাৎ নিজেই ঘরে বসে প্রিন্টিং এর বিভিন্ন কাজের ডিজাইন এর অর্ডার নিতে পারেন যেমন প্রিন্টিং প্রেসে যেসকল যে সকল ডিজাইন যেমন প্রোডাক্ট লেভেল ডিজাইন পোস্টার ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন ইত্যাদি আপনি করতে পারবেন। এছাড়াও আপনি একটি ব্লগ তৈরীর মাধ্যমে আপনার তৈরি ডিজাইন সেল করতে পারবেন।

পার্সপেক্টিভ আইটির বিশেষ সেবা সমূহ

অনলাইন লাইভ ব্যাচ
আপনি যদি চাকরিজীবী হয় অথবা স্টুডেন্ট হন তাহলে আমাদের এই অনলাইন লাইভ ক্লাস এর মাধ্যমে কোর্স করতে পারেন।
যদি আপনি প্রবাসী শিক্ষার্থী হন অথবা বাসায় বসে নিজে নিজে স্কিল ডেভলপ  করতে চান তাহলে আপনার জন্য পার্সপেক্টিভ আইটি চালু করেছে অনলাইন ব্যাচ। আমাদের অফলাইন ব্যাচের  এই কোর্স মডিউল ও একই রকম সুযোগ সুবিধা নিয়ে লাইভ ক্লাস পাচ্ছেন আপনার পছন্দমতো যেকোনো সময়ে।
রিভিউ ক্লাস
ক্লাস চলাকালীন কোন ছাত্র-ছাত্রী যদি কোন বিষয়ে ভালোভাবে বুঝতে না পারে তাহলে তাদের জন্য আমাদের রয়েছে রিভিউ ক্লাসের ব্যবস্থা।
ব্যাচের যে সকল শিক্ষার্থী কম বুজবেন তাদেরকে পৃথক ক্লাসের মাধ্যমে পুনরায় বিষয়টি বোঝানো হবে, যাতে সে বিষয়টি সহজে বুঝতে পারে।
প্রতিটি শিক্ষার্থী যাতে ক্লাস থেকেই ১০০% শিখে যেতে পারে তা নিশ্চিত করাই রিভিউ ক্লাসের উদ্দেশ্য।
লাইফটাইম সাপোর্ট
কোর্স সমাপ্তির পরবর্তী সময়ে কোন শিক্ষার্থী কর্মক্ষেত্রে গিয়ে সফটওয়্যার সংক্রান্ত কোন জটিলতার শিকার হলে আমরা তার জটিলতা নিরসনে লাইফটাইম সহযোগীতা প্রদান করব।  এছাড়াও সফটওয়্যার এর আপডেট ভার্সনে নতুন কোন ফিচার যুক্ত হওয়ার ফলে পূর্বে ট্রেনিংপ্রাপ্তরা বুঝতে কোন সমস্যা হলে আমরা তাকে সার্বক্ষণিক সহযোগিতা দিব।
অনলাইনে ২৪/৭ সাপোর্ট পাচ্ছেন যেকোনো সময়।
প্র্যাকটিস ল্যাব সাপোর্ট
কোর্স চলাকালীন সময়ে কোনভাবেই যেন শিক্ষার্থীদের নিয়মিত প্র্যাকটিসের ব্যঘাত না হয়, সেজন্যে আমাদের রয়েছে আলাদা ল্যাব সুবিধা। ক্রিয়েটিভ আইটির শিক্ষার্থী হিসেবে এই ল্যাবে যেকোনো সময়, যতক্ষণ ইচ্ছা আপনি আপনার কোর্স বিষয়ক কাজের চর্চা করতে পারবেন।
ক্লাস ভিডিও
অনেক সময় শিক্ষার্থীরা ক্লাসে কিছু টপিক বুঝতে পারেন না,তাদের জন্য রয়েছে ক্লাস ভিডিও এর সুবিধা। তাই এখন শিক্ষার্থীরা ক্লাস করতে পারেন নিশ্চিন্তে।যেকোন অসুবিধায় ভিডিও দেখে আপনি নিজেই যেকোন সমস্যার সমাধান করতে পারবেন।
ক্যারিয়ার প্লেসমেন্ট সাপোর্ট
শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী সঠিক জায়গায় সিভি পৌছাতে কাজ করে থাকে ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট। এখান থেকে আপনি পাবেন কোর্স পরবর্তী গ্রুমিং এবং ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক বিভিন্ন সেমিনার। যা ক্যারিয়ার দৌড়ে অন্য যে কারও থেকে আপনাকে এগিয়ে রাখবে অনেকখানি।
ভার্চুয়াল ইন্টার্নশিপ
ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে শিক্ষার্থীদের জন্য রয়েছে ইন্টার্নশিপের সুযোগ। ভার্চুয়াল হলেও এখানে বাস্তব অফিসের অভিজ্ঞতা অর্জনের জায়গা রয়েছে। তাই কোর্স শেষ করে আপনি ঘরে বসে ইন্ডাস্ট্রি এক্সপার্টের সাথে কাজ করার সুযোগ পাবেন ভার্চুয়াল ইন্টার্নশিপের মাধ্যমে। তাছাড়া অফিস ওয়ার্কের সুবিধাও থাকছে।
মন্তব্য
আমরা বিশ্বাস করি আমাদের প্রতিটি শিক্ষার্থী পার্সপেক্টিভ ইনস্টিটিউট অফ টেকনোলজি পরিবারের সদস্য। তাই শিক্ষার্থীদের যেকোনো গঠনমূলক মন্তব্য আমাদের ভুল-ত্রুটি শুধরে সামনে এগিয়ে চলার পথে প্রেরণা যোগায়।
হাউস ২০২, রোড ২, ডিওএইচএস বারিধারা, ঢাকা-১২০৬
+৮৮০ ১৯৭১০১৫৯২৪
+৮৮০ ১৮৪১১৬৭০৯৪
  • ওয়েব ডেভেলপমেন্ট
  • প্রফেশনাল গ্রাফিক ডিজাইন
  • ডিজিটাল মার্কেটিং 
  • মোশন গ্রাফিক্স
  • মার্ন স্ট্যাক ডেভেলপমেন্ট
  • প্রফেশনাল 3D অ্যানিমেশন